পঞ্চগড় মোটর মালিক সমিতির বাধায় তেঁতুলিয়া-ময়মনসিংহ-কিশোরগঞ্জ নৈশ কোচ বিআরটিসি বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কের ঐতিহাসিক তেতুলতলা প্রাঙ্গনে মানববন্ধনটির আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সর্বউত্তরের উপজেলা তেঁতুলিয়া অবহেলিত প্রত্যন্ত অঞ্চল হলেও এখন গুরুত্বপূর্ণ এলাকা। দেশের সকল জায়গায় ডে কোচ বাস থাকলেও এখানে কোন ডে কোচ বাস নেই। গত কয়েকদিন আগে তেঁতুলিয়া টু ময়মনসিংহ কিশোরগঞ্জ পর্যন্ত সরকারিভাবে নৈশ কোচ বিআরটিসি বাস চালু করা হলে পঞ্চগড় বাস মালিক সমিতি সেটি বন্ধ করে দিয়েছে। কোন ক্ষমতাবলে তারা এ কাজটি করতে পারে?
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে বিআরটিসি বাস চালু না হলে তেঁতুলিয়া-পঞ্চগড় রুটে সব বাস চলাচল বন্ধ করে দেয়া হবে।
উপজেলা শাখার সুজনের সভাপতি কাজী মকসেদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, অধ্যক্ষ ইমদাদুল হক, সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, তিরনইহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।