নেত্রকোনার দুর্গাপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার বেলা ১২ টার দিকে পৌর শহরের সাধুপাড়া সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন হলরুমে উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় ।
চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান সেলিম এর সঞ্চালনায় উপজেলা কমিটির আহ্বায়ক আবু সাদেকের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ডঃ একেএম আব্দুর রফিক, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সদস্য সচিব মোঃ আফতাব উদ্দিন, নেত্রকোনা জেলা কমিটির সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ, জেলা কমিটির সদস্য মোঃ আব্দুল কাইয়ুম, ময়মনসিংহ মহানগর কমিটির সহ সাধারণ সম্পাদক নাদিরুজ্জামান নাদির, সভায় জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক ভাস্কর সেন দিপ্ত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ ওবায়দুল্লাহ, একেএম ওবায়দুল্লাহ, সুসং আদর্শ বিদ্যানিকেতন প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, পূর্বধলা রাবেয়া আলি মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম সহ প্রমুখ ।
আলোচনা সভায় শিক্ষকরা বলেন, করণা মহামারীর জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিন ধরে বন্ধ তবুও শিক্ষকরা বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রেখেছে । যাতে করে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহ বজায় থাকে । এছাড়াও শিক্ষকদের সংগঠন স্বাশিপ সর্বদায় শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলেছে। শিক্ষকদের ন্যায্য অধিকারের লড়াই সবসময়ই স্বাশিপের সব সময় শিক্ষকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ।