ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাশীনগর গ্রামের পুকুর থেকে আজ শনিবার সকালে এক বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম মনিরা আক্তার। পুলিশ বলছে, শিশুটির বাবা মো. আবদুল কাইয়ুম (৩৫) অভিযোগ করেছেন যে দাম্পত্য কলহের জেরে তাঁর স্ত্রী স্বপ্না আক্তার (২২) পুকুরে ফেলে সন্তানকে হত্যা করে পালিয়ে গেছেন।
পুলিশ জানায়, আজ সকালে মনিরার লাশ বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন স্বজনেরা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম বলেন, কাইয়ুম তাঁর স্ত্রীর বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ করেছেন।
আবদুল কাইয়ুম জানান, তিনি এলাকায় মাটি কাটার কাজ করেন। গতকাল শুক্রবার সকালে স্বপ্না তাঁর বাবার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেড়াতে যেতে চেয়েছিলেন। কিন্তু বাড়িতে সমস্যা থাকায় তিনি স্ত্রীকে সেখানে যেতে দেননি। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। গতকাল গভীর রাতে তাঁর ঘুম ভেঙে গেলে বিছানায় স্ত্রী ও সন্তানকে দেখতে পাননি। বাড়ির বাইরে গিয়ে আশপাশে খোঁজ করেও তাঁদের সন্ধান পাননি। আজ ভোরে তিনি স্ত্রীর খোঁজে বিভিন্ন জায়গায় যান। সকালে ফোনে তাঁকে জানানো হয়, মনিরার মরদেহ পুকুরে ভাসছে।
অন্যদিকে সকাল সাড়ে নয়টার দিকে কাশীনগর গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে উপজেলার মেরেঙ্গা জনতা বাজারে ঘোরাফেরা করার সময় এলাকার কয়েক নারী স্বপ্না আক্তারকে বাড়িতে নিয়ে যান এবং তাঁর নাম–পরিচয় জানতে পারেন। বাড়ি থেকে পালানোর কারণ সম্পর্কে স্বপ্না তাঁর জীবন সংশয়ের কথা বলেন। সন্তানকে হত্যা করার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি অসংলগ্ন উত্তর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।