ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে সাবিনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত ও চালকসহ তিনজন আহত হন। আজ শনিবার সকালে উপজেলার পাইথল ইউনিয়নের গোয়ালঘর গ্রামের পিঠাগৌড়ি পুলসংলগ্ন বেড়ি বাঁধে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করলেও আহত চালক আব্দুল কুদ্দুস পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের গোয়ালঘর গ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী সাবিনা বেগম অন্য যাত্রীদের সাথে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে যাচ্ছিলেন। অটোরিকশাটি স্থানীয় পিঠাগৌড়ি পুলসংলগ্ন বেড়ি বাঁধে ঘোরার সময় উল্টে নিচে পড়ে যায়। এতে সাবিনা বেগম ঘটনাস্থলেই মারা যান এবং চালক আব্দুল কুদ্দুস, মতিন, সাইদুল নামে অপর তিনজন আহত হন। পরে লোকজন এগিয়ে এসে উদ্ধার করলেও চালক আব্দুল কুদ্দুস আহত অবস্থাতেই পালিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে নিহতের পরিবার এ ঘটনায় মামলা করবে না বলে জানিয়েছে। পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।