কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ কবরস্থানসংলগ্ন সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, নিহতের বয়স ২৭/২৮ হবে। পরনে ছিল জিন্স প্যান্ট ও হলুদ রঙের গেঞ্জি। শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হোসেন যুগান্তরকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের শরীর তল্লাশি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে, সড়কের পাশ দিয়ে চলতে গিয়ে কোনো গাড়ির ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।