ঢাকাFriday , 25 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব নির্বাচন : সভাপতি নীলকণ্ঠ সম্পাদক আতাউর

Link Copied!

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব নির্বাচনময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদার (সময়ের আলো),সাধারণ সম্পাদক আতাউর রহমান (ইনকিলাব)ও কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন (প্রতিদিনের সংবাদ)নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাবে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

উক্ত তিনটি পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন পস্তারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন। নির্বাচনে অন্যান্য পদের মধ্যে শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় পদটি শূন্য রয়েছে এবং বাকী পদগুলোতে একজন করে প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো. আব্দুল আউয়াল (নয়াদিগন্ত), সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বিশাল (আলোকিত বাংলাদেশ), দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ আলী (সবুজ নিশান), কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম নয়ন (দৈনিক খবর) ও রতন ভৌমিক (আমাদের সময়)। নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া। নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।