জামালপুর-সরিষাবাড়ী-ঢাকা রেলপথের কেন্দুয়া রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনেকাটা পড়ে জামিরন (৫৫) নামের একজন দরিদ্র ভিক্ষুক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গোপালপুর রেলঘুন্টি এলাকার মৃত জসির উদ্দিনের স্ত্রী।
জামালপুর রেলওয়ে থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, কেন্দুয়া রেলস্টেশনে ট্রেনে কাটাপড়ে নিহত ওই নারীর পরিচয় পাওয়া গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই নারীর লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের ছোট বড়াই গ্রামের পিঠাগৌড়ি পুল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গফরগাঁও জিআরপি পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই শহীদুল্লাহ হিরো এ ঘটনার সত্যতা নিশ্চত করেছে।