বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ১০০ বলের টুর্নামেন্টের আয়োজন করেছে ময়মনসিংহ। ফ্রাঞ্চাইজি এ টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনাল নিশ্চিত করেছে ময়মনসিংহ থান্ডার্স ও রাইডার্স। ফাইনাল ম্যাচটি শুক্রবার দুপুরে নগরীর সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ঈগলসকে সাত উইকেটে হারায় ময়মনসিংহ থান্ডার্স। দ্বিতীয় সেমিফাইনালে সিক্সার্সের বিপক্ষে পাঁচ উইকেটে জয় পায় রাইডার্স।
প্রথম সেমিফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠা ময়মনসিংহ থান্ডার্স। ব্যাটিংয়ে নেমে সৈকত আলীর ৩২ ও শেষদিকে মুনের ব্যাটিং ঝড়ে ঈগলসের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ১৫৯ রান। গ্রুপপর্বের দুই ম্যাচের দুটিতেই ম্যাচসেরা হওয়া শুভাগত হোম এদিনও নেন তিন উইকেট। থান্ডার্সের আরেক বোলার তৌহিদ পান দুই উইকেট।
১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে ওপেনার সামির ৬৫ রানের দায়িত্বশীল ইনিংসে ফাইনালের স্বপ্ন দেখে থান্ডার্স। শেষদিকে তৌহিদ হৃদয়ের ৩৩ বলে ৪৬ রান ও শুভাগত হোমের মাত্র আট বলে ২৬ রানের ঝড়ো ব্যাটিংয়ে থান্ডার্স পৌঁছে যায় জয়ের বন্দরে। প্রথম দল হিসেবে ফাইনালে নাম লেখায় তারা।
অপর সেমিফাইনালে টস জিতে ব্যাট করতে নামে সিক্সার্স। আট ওভারে ৩৭ রানে তিন উইকেট ও ১৩ ওভারে ৬৭ রানে পাঁচ উইকেট হারায় তারা। সানের অপরাজিত ৪৭ রানের ওপর ভর করে নির্ধারিত ১০০ বলে ছয় উইকেট হারিয়ে ১০৪ রানের পুঁজি জোগাড় করে সিক্সার্স।
জবাবে ব্যাট করতে নেমে উত্তম ও মুনিরের উদ্বোধনী জুটিতে ৩৩ রান পায় রাইডার্স। সাগরের বলে আজমিরের হাতে ক্যাচ দিয়ে মাত্র সাত রান করে সাজঘরে ফেরেন সাব্বির রহমান। তার বিদায়ের পর আরও তিন উইকেট হারিয়ে রাইডার্সের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৯২। শেষ দিকে ম্যাচসেরা ফাহিমের ২১ রানের ঝড়ো ইনিংসে পাঁচ উইকেটের জয়ে ফাইনালের টিকিট কাটে রাইডার্স।