ঢাকাThursday , 24 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দেশের সকল নির্বাচনে ইভিএমে ভোট নেয়া হবে: ময়মনসিংহে ইসি সচিব

Link Copied!

ECদেশের সকল নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোঃ আলমগীর।

দ্রুততম সময়ে ভোটের ফল প্রকাশ, একজনের ভোট আরেকজনে দিতে না পারাসহ ইভিএম পদ্ধতিতে ভোটের নানা সুফল বর্ণনা করে নির্বাচন কমিশন সচিব বলেন, সেদিন আর বেশি দূরে নয় যেদিন জাতীয় নির্বাচনসহ দেশের সকল নির্বাচনে শতভাগ কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে। এটি অবশ্য রাজনৈতিক নেতৃত্বের ইচ্ছার উপর নির্ভর করবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গফরগাঁও পৌরসভা নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার) প্রশিক্ষণ কার্যক্রমের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সারোয়ার জাহান, সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন নাহার ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে সিনিয়র সচিব মোঃ আলমগীর বলেন, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে শতভাগ কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে এক হাজার আটশ’ ইভিএম মেশিন ব্যবহার করা হবে।

গফরগাঁও পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও সরকারি রির্টানিং কর্মকর্তার উদ্যোগে মঙ্গলবার থেকে স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর গফরগাঁও পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হবে। পৌরসভার ১০টি কেন্দ্রেই ভোট ইভিএম পদ্ধতিতে নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।