ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশার নিজস্ব অর্থায়নে বুধবার (২৩ ডিসেম্বর) দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব মো. মিজানুর রহমানের নিকট ৩৭৫টি কম্বল হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আশা-কেন্দ্রীয় কর্মকর্তা জয়েন্ট ডেপুটি ডিরেক্টর মহোদয় জনাব মো. গিয়াস উদ্দিন, আশা-ময়মনসিংহ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মহোদয় জনাব শ্যামল কুমার ধর, আশা-ময়মনসিংহ সদর জেলার ডিসট্রিক্ট ম্যানেজার এ.কে.এম. আজাদ, আশা-ময়মনসিংহ সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. সিরাজুল ইসলাম, আশা-ময়মনসিংহ সদর-১ ব্রাঞ্চের সিনিয়র বিএম মো. মোফাজ্জল হোসেন, আশা-ময়মনসিংহ সদর-৩ ব্রাঞ্চের সিনিয়র বিএম বিপ্লব কুমার ঘোষ, আশা-মাসকান্দা ব্রাঞ্চের সিনিয়র বিএম মো. মনিরুজ্জামান ও আশা-ময়মনসিংহ সদর-১ ব্রাঞ্চের সিনিয়র এবিএম মুহাম্মদ আমিনুল ইসলাম।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগকে জেলা প্রশাসক মহোদয় স্বাগত জানান এবং আশা’র এধরনের সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি এ ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি