ময়মনসিংহে অস্ত্র ও মাদকসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

ময়মনসিংহে অস্ত্র ও মাদকসহ ৩ সন্ত্রাসী গ্রেফতারময়মনসিংহে দেশীয় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতাররা হলেন, মো. শাকিব (২০), মো. হাবিবুর রহমান (২৬) ও সো. সুজন মিয়া (৩৮)।

বুধবার (২৩ ডিসেস্বর) বিকেলে র‌্যাব-১৪ এর কার‌্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে ভোরে ময়মনসিংহ মহানগরীর কেওয়াটখালী ওয়াপদা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১৪ এর সিনিয়র এএসপি জুনাইদ আফ্রাদ বলেন, গোপন সংবাদে জানতে পারি নগরীর কেওয়াটিখালী ওয়াপদা মোড় এলাকায় একদল সন্ত্রাসী ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল।

মামলা দায়েরের পর তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Share this post

scroll to top