ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল) এর প্রথম ম্যাচে সোমবার (২১ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হয় ময়মনসিংহ টাইগার্স ও ময়মনসিংহ থান্ডার। শুরুতে টস জিতে ময়মনসিংহ টাইগার্স ব্যটিং শেষ করে ময়মনসিংহ থান্ডারকে ১০৬ রানের তার্গেট দেয়। পরে ময়মনসিংহ থান্ডার ব্যটিং করে ময়মনসিংহ টাইগার্সকে ১০৬ রান ওবার করে হারিয়ে দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এর আগে ময়মনসিংহ প্রিমিয়ার লীগের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, এমপিএলের টাইটেল স্পন্সর ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম, ফিরোজ আলম ও ফাস্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাবেদ ওমর। এছাড়া, স্থানীয় সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৬টি দল নিয়ে পাঁচদিনের এ টুর্নামেন্টের সব খেলা হবে সার্কিট হাউজ মাঠে। মুজিব শতবর্ষের বিশেষ আয়োজন হবে ১০০ বলের নতুন ফরম্যাটে।