ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
রোববার (২০ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ- নেত্রকোনা মহাসড়কে উপজেলার বেলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রোববার রাত নয়টার দিকে ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে নেত্রকোনা যাওয়ার পথে বেলতলী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে অটোরিকশাটি সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।