ময়মনসিংহের ক্রিকেট ঐতিহ্যে নতুন প্রাণ ফেরাতে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ সোমবার শুরু হচ্ছে ১০০ বলের ক্রিকেট ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)। সকাল সোয়া ৯টায় সার্কিট হাউজ মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ও জাতীয় দলের সাবেক খোলোয়ার মোহাম্মদ জাভেদ ওমর বেলিম।
ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমএমসিএ) আয়োজিত পাঁচদিনের আসরের ফাইনাল হবে ২৫ ডিসেম্বর। এই টুর্ণামেন্টে ছয় দল দুই গ্রুপে খেলবে। এ গ্রুপে ময়মনসিংহ টাইগারস, ময়মনসিংহ থান্ডারস, ময়মনসিংহ সিক্সারস। বি গ্রুপে লড়বে ময়মনসিংহ রাইডার্স, ময়মনসিংহ ওয়ারিয়র্স ও ময়মনসিংহ ইগলস। সৈকত আলী ও ইলিয়াস সানি খেলবেন ময়মনসিংহ ঈগলসে। সাব্বির রহমান ও পারভেজ হোসেন ইমন ময়মনসিংহ রাইডার্সে, নাসির হোসেন/ আজমির আহমেদ ও তানজিদ হাসান তামিম ময়মনসিংহ সিক্সারসে, শুভাগত হোম ও তৌহিদ হৃদয় ময়মনসিংহ থান্ডারসে, মোহাম্মদ আশরাফুল ও রাকিবুল হাসান ময়মনসিংহ টাইগার্সে, আকবর আলী ও আরাফাত সানি ময়মনসিংহ ওয়ারিয়র্সে খেলবেন।
গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে খেলা হবে। সকাল পৌনে দশটা ও দুপুর সোয়া একটায় শুরু হবে খেলা। গ্রুপ পর্বের সব খেলা সরাসরি স¤প্রচার করা হবে এমপিএল- এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। দু’টি সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি স¤প্রচার করবে টি-স্পোর্টস।
রোববার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে টুর্নামেন্ট নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমএমসিএ)- এর সভাপতি দিলিপ পান্ডে, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিভ, টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান ফারুক খান পাঠান ও টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার, আনোয়ার হোসেন চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ফারামার্জ আল নুর রাজীব উপস্থিত ছিলেন। #