কাতারে বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ম্যাচ শেষ হওয়ার পরই করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফলে ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে তার খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
তবে স্বস্তির খবর হলো করোনামুক্ত হয়েছেন জামাল। রোববার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন জামালের করোনা নেগেটিভ হওয়ার খবর জানিয়েছে। কয়েকদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।
জামাল ভূঁইয়া বর্তমানে কাতারে আছেন। কাতারে করোনা পজিটিভ হওয়ার পর তিনি কাতার ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আইসোলেশনে ছিলেন।
আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হবে ভারতের আই লিগ।