ময়মনসিংহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু

দুর্ঘটনা-Accident

ময়মনসিংহে  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার সকালে ময়মনসিংহ সদরের কেওয়াটখালি বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম ওরফে কালোমিয়া। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালি গ্রামে।

জানা যায়, নিহত কালোমিয়া ময়মনসিংহ শহরের গাঙিনাপাড় এলাকায় নাইট গার্ডের চাকুরি করতেন। প্রতিদিনের মতো তার ডিউটি শেষে কেওয়াটখালি বাইপাস এলাকা দিয়ে সাইকেলে বাড়ি ফেরার পথে পেছন থেকে  একটি বালুভর্তি ট্রাক এসে ধাক্কা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Share this post

scroll to top