আফগানিস্তানে কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে বিস্ফোরণ, শিশুসহ নিহত ১৫

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ গজনিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে ভয়াবহ বোমা বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২০ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে।

নিহত এবং আহতরা শুক্রবার একটি কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে যোগ দিতে সমবেত হয়েছিলেন।

গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র ওয়াহেদুল্লাহ জুমাজাদা বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে ওই বিস্ফোরেণে শিশুসহ ১৫ জন শহীদ হয়েছেন। তাৎক্ষণিকভাবে কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। তিনি বলেন, শিশুদের কেন হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে সে সম্পর্কে তদন্ত চলছে।

ওয়াহেদুল্লাহ জুমাজাদা আরো বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে শিশুরা মোটরসাইকেলে আসা এক ফেরিওয়ালার থেকে জিনিস কেনার জন্য ঝড়ো হলে বিস্ফোরণটি হয়। ওই বিষ্ফোরণে ১২ শিশু নিহত হয়েছে।

প্রাদেশিক পুলিশ ফোর্সের মুখপাত্র আহামেদ খান সিরাত বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করে বলেন, হামলাটি তালেবান করেছে। ওই হামলায় আরো ২০ জন আহত হয়েছে বলেও জানান তিনি।

ওই প্রদেশে তালেবান ও আফগান সরকার বাহিনীর সাথে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রতিনিয়ত সঙ্ঘর্ষ হয়ে থাকে। গত মাসে গজনি শহরে আর্মি ক্যাম্পের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় এক নিরাপত্তাকর্মী নিহত হন।

সূত্র : আল জাজিরা

Share this post

scroll to top