বাংলাদেশে শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার হার বাড়ছে। গত দুই মাসে ঢাকা শিশু হাসপাতালে ৪০ শতাংশ করোনা রোগী বেড়েছে।
ঢাকা শিশু হাসপাতালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, করোনাভাইরাসে প্রথম দিকে শিশুদের আক্রান্তের হার কম ছিল। কিন্তু শীতে চিত্র বদলাচ্ছে। অক্টোবর-নভেম্বরে শিশুদের করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
চিকিৎসকরা বলছেন, শীতে করোনার সংক্রমণ থেকে বাঁচতে নিজের ও শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে।
দেশে সবশেষ জানানো ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ২১৭ জনে। এ ছাড়া ওই ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হয় ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন। দেশে ওই ২৪ ঘণ্টায় সুস্থ হন ২ হাজার ২৪ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন।