ঢাকাFriday , 18 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের দুই কৃতি সন্তান : পরিবারের দুই ভাই দুই জেলার ডিসি

Link Copied!

Mymensingh-2-DCময়মনসিংহের একই পরিবারের দুই কৃতি সন্তান দেশের দুই জেলার প্রশাসকের নেতৃত্বে রয়েছেন। তাদের মধ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত আছেন বড় ভাই মোহাম্মদ কামরুল হাসান ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ছোট ভাই মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। মোঃ আনোয়ার হোছাইন আকন্দকে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ সচিব থেকে পদোন্নতি দিয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারা দুজনই ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জের কুষ্টিয়া নামা পাড়া গ্রামের বাবা কাশেম আলী ও মাতা সাজেদা খাতুন (রত্নগর্ভা) এর গর্বিত সন্তান।

জানা যায়, প্রথম জীবনে বাবা কাশেম আলী শিক্ষক ও পরবর্তীতে রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন। বাবা কাশেম আলী ও মাতা সাজেদা খাতুনের ৯ সন্তানের মধ্যে ৫ জন ছেলে ও ৪ জন মেয়ে সন্তান রয়েছেন। ৯ সন্তানের মধ্যে ৬ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।   অপর এক ভাই রাজধানীর নিউরো সায়েন্স ইন্সটিটিউটের সহকারী রেজিস্ট্রার (বিসিএস ২৮তম ব্যাচ)। এক বোন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) (বিসিএস-৩১তম ব্যাচ) দায়িত্বে আছেন। আরো দুইজন বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপন দুই ভাইয়ের দুটি জেলার প্রশাসক হিসেবে দায়িত্বপালনের বিষয়টি ময়মনসিংহ লাইভকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।