ময়মনসিংহের এসকে হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে নেত্রকোনার মোহনগঞ্জের এক আওয়ামী লীগের সভাপতি আবু তালেব রতন (৫২) মারা গেছেন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূর মোহাম্মদ শামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের এস কে হাসপাতালে (যক্ষা হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু তালেব রতন।
নিহত আবু তালেব রতন মোহনগঞ্জ উপজেলার বরুংকা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা বটতলী বানিহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূর মোহাম্মদ শামছুল আলম জানান, গত বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে ডাক্তারের ব্যক্তিগত চেম্বারে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে নিয়ে চিকিৎসা নিতে আসেন। এসময় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৮টার দিকে ময়মনসিংহে পাঠানো হয়। এরপর ময়মনসিংহের এস কে হাসপাতালে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। সেখানে তার করোনার নমুনা পরীক্ষা করা হলে পজেটিভ রিপোর্ট আসে।