ময়মনসিংহে ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৭ ডিসেম্বর/২০২০। অভিযানে ত্রিশাল থানাধীন পূর্ব পাঁচপাড়া থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আরিফুল ইসলাম (২৭), পিতা- আব্দুল করিম, মাতা- মৃত সেলিনা খাতুন, ২। মোঃ জুবায়ের হোসেন আমিরুল (২৪) পিতা- সোহরাব হোসেন, মাতা- মোছাঃ জুলেখা খাতুন, উভয় সাং পূর্ব পাঁচপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন, থানা- ত্রিশাল, জেলা ময়মনসিংহদ্বকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।