কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত দুজন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার কলিকাপ্রসাদ নয়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ভৈরর থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথে কলিকাপ্রসাদ নয়াহাটি এলাকায় নিকলী থেকে ভৈরবগামী অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি।
এতে ঘটনাস্থলেই এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়। আহত হন কমপক্ষে চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ভৈরব থানার ওসি মামুনুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।