ময়মনসিংহের হালুয়াঘাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ বুধবার সকালে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অফিসার ইনচার্জ। সকাল ১১টায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতির সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক সায়েম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, পৌর মেয়র মো. খায়রুল আলম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি ও বঙ্গবন্ধু বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়। সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে উপজেলা শিল্পকলা একাডেমী ও কিশোরী ক্লাব হালুয়াঘাটের মাধ্যমে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।