মুক্তিযুদ্ধে বিজয় এলেও দেশের মানুষের মুক্তি আসেনি: মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধে বিজয় এলেও বাংলাদেশের মানুষের মুক্তি আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্রের যে চেতনা নিয়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তা আজ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত। আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। মিথ্যা মামলায় বিএনপি নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। তার মুক্তির জন্য সংগ্রাম অব্যাহত আছে বলে জানান মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, আমাদের বাক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। মৌলিক স্বাধীনতা হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার করে অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।

মির্জা ফখরুল বলেন, আজকে দেশে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যে জনগণ আবার নতুন করে শপথ গ্রহণ করছে যে, আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা অবশ্যই দেশকে মুক্ত করবে, মানুষের গণতন্ত্রকে মুক্ত করবে।

এ সময় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top