বিমানবন্দরে ১৩০টি সোনার বারসহ ময়মনসিংহের যাত্রী আটক

mymensingh Gold barহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩০টি সোনার বারসহ লুৎফর রহমান মুন্সী (৫৩) নামে ময়মনসিংহের এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউস।

আজ বুধবার দুপুরে কাস্টমসের উপকমিশনার মোহাম্মদ মারুফুর রহমান বলেন, উদ্ধার হওয়া প্রায় ১৫ কেজি ওজনের বারগুলোর বাজারমূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা। পাসপোর্ট অনুযায়ী, আটক যাত্রীর বাড়ি ময়মনসিংহে। তার বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ফৌজদারি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের (ফ্লাইট নং-ইকে-৫৮৪) যাত্রীর শরীর তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়।

Share this post

scroll to top