বাকৃবিতে মহান বিজয় দিবস উদযাপন

BAU 16 Decemberযথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পালিত হয়েছে ৪৯ তম মহান বিজয় দিবস । বুধবার সূর্যোদয়ের সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবন গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’ এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান এবং জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে.এম. জাকির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিরা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। স্বাস্থবিধি মেনে অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ এনামুল হক।

এসময় অধ্যাপক ড. লুৎফুল হাসান তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাঙ্গালী জাতির শোষণ-বঞ্চনার অবসান ঘটেছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। আমরা পেয়েছি আমাদের প্রিয় এই স্বদেশ। আসুন মুক্তিযুদ্ধের মহিমান্বিত ধারাকে সমুন্নত রেখে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি। এটাই হবে এবারের বিজয় দিবসের দীপ্ত শপথ।

Share this post

scroll to top