শেরপুরে চাঞ্চল্যকর তাজেল হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার চান্দেরনগর চক্কারপাড় গ্রামের বাদশা মিয়া, তার ছেলে ফকির আলী ও আলিনাপাড়া গ্রামের হাসমত আলী।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৭ অক্টোবর সদর উপজেলার চান্দের নগর গ্রামের দিনমজুর তাজেল মিয়াকে পূর্ব শত্রুতার জের ধরে বাদশা মিয়া, ফকির ও হাসমত আলী দিনদুপরে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন তাজেলের ভাই মো. জিয়ার বাদী হয়ে সদর থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৬ সালের ১২ জুন সাতজনকে আসামি করে আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। বিচারিক প্রক্রিয়ায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল।