মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন, মুক্তবুদ্ধির বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু কী দুর্ভাগ্যের কথা, আজকের বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণতন্ত্রকে মুক্ত করেছিলেন খালেদা জিয়া। মুক্তিযুদ্ধের চেতনাকে আজ ধ্বংস করে ফেলা হয়েছে।
তিনি বলেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি চাই। বাকস্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের যে মূল চেতনা, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ, এ শপথ এখানে নিচ্ছি। এ দিনে আমরা শপথ করব, সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও অন্যান্য নেতৃবৃন্দ।