নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

নাটোর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে মালবাহি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। আজ রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্টেশন কতৃপক্ষ জানিয়েছে।

নাটোর রেলওয়ে স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে রেল স্টেশন প্লাটফর্মের দক্ষিন পার্শ্বের ডাবতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পার্বর্তীপুর থেকে খুলনাগামী ওই মালবাহি ট্রেনটি নাাটের স্টেশন প্লাটফরম অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে।

তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষনিক সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হলে তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন। নিহত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন। তাকে বেশ কিছু দিন ধরে স্টেশন এলাকায় চলাফেরা করতে দেখা যায়।

Share this post

scroll to top