ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়

গত কয়েকদিন থেকেই সূর্যের ঠিকমতো দেখা মিলছেনা পঞ্চগড়ে। দুপুরের পর উঁকি মারলেও বিকেল হতে না হতেই হারিয়ে যাচ্ছে সূর্য। গতকাল শনিবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশায় আবৃত হয়ে পড়ে এই জেলা । ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ রবিবার সকাল থেকেও সেই একই চিত্র।

কুয়াশার কারণে শহরে দোকানপাট খুলছে অনেক দেরি করে। প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া মানুষ কাজে যেতে
পারছেনা। স্থানীয়রা বলছেন, প্রচন্ড কুয়াশা ও শীতের প্রভাব পড়েছে কৃষিতে । কারণ মাঠে কাজ করতে না পারার কারণে আলু, বেগুন, মরিচসহ নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের ক্ষেত খামার।

ছিন্নমূল মানুষ শীতের কাপড়ের সংকটে ভুগছেন। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের দরিদ্র শিশুরা শীতের কাপড়ের সংকটে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার জেলার মাত্রা বিরাজ করছে ১৪ দশমিক শুন্য ডিগ্রী সেলসিয়াস।

Share this post

scroll to top