টস হেরে মিরপুরে বিপিএলে শুক্রবার দিনের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমেছিল ঢাকা ডায়নামাইটস; কিন্তু দলটির শুরুটা ভালো হয়নি। রংপুরের বোলারদের দাপটে দলটির দুই ‘মারদাঙ্গা’ ওপেনার ফিরে যান শুরুতেই। আগের দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করা হযরতুল্লাহ জাজাই মাত্র ১ রান করে সোহাগ গাজীর বলে বোল্ড হন, আর আরেক ওপেনার সুনিল নারিন করতে পেরেছেন ৯ রান। তাকে ফিরিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলীয় রান তখন ১৯।
এরপর আবার আঘাত হানেন সোহাগ গাজী, এবার শিকার রনি তালুকদার। দলীয় ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ঢাকা যখন বিপর্যয়ের মুখে তখনই শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান। এরপর অন্য প্রান্ত দিয়ে আরেক ব্যাটসম্যান মিজানুর রহমান ফিরে গেলে কাইরন পোলার্ড জুটি বাধেন সাকিবের সাথে।
এই জুটিতে এখন পর্যন্ত সংগৃহীত হয়েছে ৬১ রান। পোলার্ড মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। সাকিব আল হাসান খেলছেন কিছুটা ধীরস্থির মেজাজে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ঢাকার সংগ্রহ ৪ উইকেটে ১৪২ রান।