সরকারি চাকরিজীবীদের জিন্স টি-শার্ট পরায় নিষেধাজ্ঞা ভারতের রাজ্যে

কর্মক্ষেত্রে সরকারি কর্মচারীদের জন্য পোশাক বিধি চালু করল ভারতের মহারাষ্ট্রের সরকার। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদের জানিয়ে দেওয়া হয়েছে কী পরা যাবে কী নয়।

নির্দেশিকায় বলা হয়েছে, স্থায়ী, চুক্তিভিত্তিক কোনও সরকারি কর্মচারীই জিন্স, টি শার্ট পরে অফিসে যেতে পারবেন না। মহারাষ্ট্র সরকার মনে করে, পোশাকের ক্ষেত্রে শৃঙ্খলা প্রয়োজন। তা নাহলে কর্মসংস্কৃতির পরিবেশ থাকে না।

পুরুষদের জন্য বলা হয়েছে, শার্ট ও ফরমাল প্যান্ট পরতে হবে। পায়ে চটি পরা যাবে না। ঢাকা জুতো বা স্যু পরতে হবে। নারীরা শাড়ি, সালোয়ার বা প্যান্ট-শার্ট পরতে পারেন। সপ্তাহে একদিন শুক্রবার খাদির পোশাক পরা বাধ্যতামূলক করেছে মহারাষ্ট্র সরকার। দেশীয় পণ্যের বিপনণের জন্যই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও উগ্র ছাপা জামা পরে অফিসে যাওয়া যাবে না। রুচিশীল পোশাক পরে কর্মস্থলে যেতে হবে। এ নিয়ে বিভন্ন মহলে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন, এই নির্দেশিকা চাপিয়ে দেওয়া। সরকারি কর্মচারীদের কখনোই সরকার এই ধরনের বাধ্যবাধকতা দিতে পারে না।

আবার কেউ কেউ মনে করছেন, যে কোনও কর্পোরেট সেক্টরের নিয়ম হচ্ছে ফরমাল পোশাক পরা। তাতে কর্মীদের মধ্যেও একটা সৌন্দর্য থাকে।

সূত্র: দ্য ওয়াল, টাইমস অব ইন্ডিয়া

Share this post

scroll to top