চীনা বিমানবালাদের টয়লেট ব্যবহার নয়,ডায়পার পরার নির্দেশ

china airlines crewকরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের বিমানবালাদের নতুন নির্দেশনা দিয়েছে সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন চায়না। কর্মীদের করোনা ঝুঁকি এড়াতে টয়লেট ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে। এতে শৌচাগারের পরিবর্তে বিমানবালাদের ডায়পার ব্যবহার করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, করোনা প্রতিরোধে সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন চায়না ৪৯ পাতার একটি গাইড লাইন তৈরি করেছে। এই গাইডলাইনেই এ নির্দেশনাটি রয়েছে।

সিএনএন জানিয়েছে, পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুয়িপমেন্ট (পিপিই) নিয়ে নির্দেশনায় কেবিন ক্রুদেরকে কোভিড-১৯ সংক্রমণের উচ্চঝুঁকির দেশগুলোতে যাওয়া এবং আসা দুইক্ষেত্রেই সুরক্ষামূলক মাস্ক, দুই-স্তর বিশিষ্ট ডিসপোজেবল রাবারের গ্লাভস, চশমা, ক্যাপ, সুরক্ষামূলক পোশাক, জুতার কভার পরতে বলা হয়েছে।

এরপরই কোভিড সংক্রমণ থেকে দূরে থাকার জন্য বিমানের কেবিন ক্রু সদস্যদেরকে ডিসপোজেবল ডায়াপার পরা এবং শৌচাগারে যাওয়া এড়িয়ে চলতে বলা হয়।

Share this post

scroll to top