ধর্মীয় বিধানকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করবেন না : ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার বিবৃতি

 

আলেমদের বিরুদ্ধে বিষোদগার বন্ধ ও ধর্মীয় বিধানকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত না করার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

আজ (১১ডিসেম্বর) শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী মজলিসে শূরার সভাপতি আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী, মজলিসে আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ্ সা’দী ও মজলিসে আমেলার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ এ আহবান জানান।

বিবৃতিতে আরো বলা হয়, সম্প্রতি রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেয়া হলে উলামায়ে কেরাম ইসলামে ভাস্কর্য নিষিদ্ধ বলে ফতোয়া প্রদান করেন। রাষ্ট্রকে গুমরাহী ও ভ্রান্তির পথ পরিহারের আহবান জানায়। আলেমরা ওয়ারিসে নবীর দায়িত্ব পালনার্থে শরিয়তবিরোধী এই কাজের প্রতিবাদ করেন। রাষ্ট্রকে সতর্ক ও নিবৃত করতে সচেষ্ট হোন। কিন্তু ইসলামবিদ্বেষী বামপন্থী একটি চক্র এবং সরকার দলীয় কিছু ধর্মবিদ্বেষী এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হীন ষড়যন্ত্রে মেতে উঠে।

কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙ্গার দায় উলামায়ে কেরামের উপর চাপাতে চায়। সেই ঘটনার জেরে দেশের শীর্ষ তিনজন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
ভাস্কর্য বিষয়ে ইসলামের বিধান বলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলেমদের বিরুদ্ধে যে বিদ্বেষ বিষোদগার করা হয়েছে, যে অশালীন ও নগ্ন ভাষায় আক্রমণ করা হয়েছে, মিথ্যা ও জঘন্য কুটুক্তি করা হয়েছে। শরয়ী বিধানকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করার যে অপচেষ্টা করা হয়েছে, তাতে এদেশের আলেম সমাজ ও তৌহিদী জনতা মর্মাহত ক্ষুব্ধ হয়েছে।

মানুষের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনে ওয়াজ মাহফিলের ভূমিকা অপরিসীম। শীতের এই সময়টিতে দেশ জুড়ে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলগুলো সুনাগরিক গঠনে ব্যাপক ভূমিকা রেখে থাকে ।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সম্প্রতি নানা অজুহাতে প্রশাসনিক ও দলীয় প্রভাব কাটিয়ে ওয়াজ মাহফিলগুলো বাধাগ্রস্ত করা, বন্ধ করাসহ আগুন দিয়ে প্যান্ডেল পুড়িয়ে দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনাও ঘটানো হচ্ছে। যা দেশ ও জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে অনুমিত হচ্ছে।
আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে সকল বাধা অপসারণ করে ব্যাপকভাবে ওয়াজ মাহফিলের পথ সুগম করতে জোড় দাবি জানাচ্ছি।
আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি, আলেম-উলামার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করুন। মিথ্যা মামলা প্রত্যাহার করুন। ভাস্কর্য বিষয়ে দেশের শীর্ষ ওলামায়ে কেরামের বক্তব্য ও ফতোয়া অনুধাবন করে সঠিক পদক্ষেপ নিন। ওয়াজ-মাহফিল ও দাওয়াতী কার্যক্রম নির্বিঘ্ন করুন।

Share this post

scroll to top