শান্তির কাফেলা বাংলাদেশের উদ্যোগে ময়মনসিংহ শহরের প্রায় দুশজন মানুষকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। শুক্রবার নগরীর টাউন হল মোড় থেকে শুরু করে পার্ক এলাকা পর্যন্ত এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এসময় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে ব্যাপকভাবে সচেতন করার উদ্দেশ্যে প্রত্যেক দোকানে দোকানে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।পূর্বে মাস্ক ক্যাম্পেইন অনেক হলেও মাস্কের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করার কৃতিত্ব শান্তির কাফেলা বাংলাদেশরই প্রথম।
এই বিশেষ ইভেন্টে উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেছেন জনপ্রিয় ব্যান্ড ফেইম বিডির গিটারিস্ট এবং ভোকাল আলী আহসান ভুঁইয়া সুমন(সুমন ফেইম)। এছাড়া উপস্থিত ছিলেন শান্তির কাফেলার প্রতিষ্ঠাতা মো.রিদওয়ান আল হাসান, সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মিডিয়া প্রধান লতিফুর রহমান খান ফারদিনসহ রাহিম, আকিব এবং অন্যান্য সদস্যগন। ভবিষ্যতেও এমন ক্যাম্পেইন করার ইচ্ছা প্রকাশ করেছেন উপস্থিত সদস্যরা।