মোবাইল দেখা নিয়ে ঝগড়া, কিশোরীর ‘আত্মহত্যা’

নগরের খুলশী থানাধীন নিউ ঝাউতলা এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার মিশু (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে নিউ ঝাউতলা রেলওয়ে কলোনীর ৪ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সানজিদা আক্তার মিশু ওই এলাকার মাহফুজের মেয়ে। মিশু ওয়ারর্লেস এলাকার একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী।

ঘটনাস্থলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, সানজিদা আক্তার মিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মেয়ের বাবা-মা আমাদের জানিয়েছে, রাতে মোবাইলে ইউটিউব দেখা নিয়ে ছোট বোনের সঙ্গে ঝগড়া হয়। এ কারণে বাবা তাকে বকা দেয়। পরে রাতে রুমে ঢুকে আত্মহত্যা করে।

ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কিশোরীর মরদেহ ময়নাতদন্ত করার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Share this post

scroll to top