নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ জালশুকা এলাকায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। উদ্ধারের পর কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় জমজম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশে (ঢাকা মেট্রো -ব ১৪৩৮৭২) যাত্রীবাহী বাসটি আনুমানিক ৪০ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে সকালে ছেড়ে আসে।
এদিকে নেত্রকোনার দুর্গাপুর সোমেশ্বরী নদী থেকে বালুবোঝাই (ঢাকা মেট্রো ট ১৪১২০৭) একটি ট্রাক ছেড়ে যায় ময়মনসিংহের দিকে। সকালে সাড়ে ৬টার দিকে পূর্বধলা উপজেলার জালশুকা এলাকায় পৌঁছতেই দুটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালকসহ অন্তত বাসের ১০ যাত্রী আহত হন। এদের মধ্যে বাসের চালকের অবস্থা গুরুতর।
আহতদের বেশির ভাগ সিট না পেয়ে বাসে দাঁড়িয়ে আসছিলেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মঞ্জুরুল ইলাহি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।