ময়মনসিংহে ১৫ লক্ষ শিশু আসছে হাম-রুবেলা টিকার আওতায়

ময়মনসিংহে ১২ ডিসেম্বর থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত সময়ে ৯ মাস থেকে ১০ বছর বয়সী প্রায় ১৫ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরুর আগে বুধবার (৯ ডিসেম্বর) ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার পরীক্ষিত কুমার পাঢ় জানান, জেলার ১২ টি উপজেলা, ১টি সিটি করপোরেশন ও ৩টি পৌরসভায় ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ১৪ লাখ ৭০ হাজার ৯৭৩ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। ১৩ হাজার ৮০৪টি ক্যাম্পে এই টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, বিশ্বে প্রতিদিন ৪০০ জন এবং প্রতি ঘণ্টায় ১৬ জন শিশু হাম-রুবেলায় মারা যায়। তাই এ বিষয়ে অভিভাবকরে সচেতনতা জরুরি।

Share this post

scroll to top