ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ হরষপুর রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আজ সোমবার ভোরে ঢাকা-সিলেট রেলপথের হরষপুর রেলওয়ে স্টেশনের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, আজ ভোরের দিকে হঠাৎ রেল স্টেশনে আগুন ধরে যায়। এ সময়ে বিভিন্ন রকমারির কমপক্ষে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের খবর পেয়ে আশপাশের লোকজন ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিক ভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
হরষপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুতের অফিসসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করি। আর স্থানীয় মাদ্রাসার ছাত্র, শিক্ষকের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনি।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইয়াছির আরাফাত বলেন, খবর পেয়ে আমি সাথে সাথে খোঁজখবর নিয়েছি। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।