হেফজখানার ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

বাগেরহাটের মোরেলগঞ্জে আবাসিক হেফজখানার পিছন থেকে হাসিবুল ইসলাম (১০) নামে এক শিশু ছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় মামলাটি রেকর্ড হয়েছে। এর বাদী হয়েছেন নিহতের মা তাছলিমা বেগম।

এদিকে এ ঘটনায় শিশু সদনের বাবর্চি সিদ্দিকুর রহমান (৪৫) ও আবাসিক তত্ত্বাবধায়ক হাফেজ ফারুক হোসেনকে (৬০) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মোরেলগঞ্জ সদরের রহমাতিয়া শিশু সদন ও হেফজখানার নজরানা বিভাগের আবাসিক ছাত্র হাসিবুল শেখ (১০) এর মরদেহ হেফজখানার বাইরে থেকে উদ্ধার করে পুলিশ।
হাসিবুলের গলায় ফাঁস লাগিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পেয়েছে পুলিশ। ঘটনার পর থেকে পুলিশের পাশাপাশি পিবিআই, ডিবি, সিআইডি ও র‌্যাবের পৃথক দল মাঠে কাজ করছে। এদিকে শিশুটির লাশের ময়নাতদন্ত শেষে রবিবার রাত ৯টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

Share this post

scroll to top