খাগড়াছড়িতে জমজ কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে পিতা নুরুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মানিকছড়ি সদর গুচ্ছগ্রামে মা মরা দুই জমজ কন্যা নিয়ে বসবাস করত অভিযুক্ত নুরুল আলম। কয়েকদিন ধরে দুই কন্যা শিশুর ওপর পাশবিক নির্যাতন চালায় নুরুল আলম। এ ঘটনা আত্মীয়দের জানানোর পর স্থানীয়দের মাধ্যমে থানায় জানানো হলে পুলিশ তাকে আটক করে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের পর ভিকটিমদের সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করতে পাঠানো হয়েছে।