ঢাকাSunday , 6 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নলেজ হাবে পরিণত হবে, আশা শিক্ষামন্ত্রীর

Link Copied!

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রযুক্তিকে পাথেয় করে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমি আশা করছি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিগগিরই নলেজ হাবে পরিণত হবে।’

গতকাল শনিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘কোভিড-১৯ সহনশীলতা: বাংলাদেশে কৃষির ভূমিকা, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ শিক্ষা, কৃষিসহ সব ক্ষেত্রে অভাবনীয় উন্নতি হয়েছে। কৃষিতে গতি সঞ্চার হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় আসীন। এ অগ্রযাত্রা অপ্রতিরোধ্য।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ‌্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ‌্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ‌্যাপক ড. মো. এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম। সেমিনারের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‌্যাপক ড. লুৎফুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওই বিশ্ববিদ‌্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ‌্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।