চলমান মেগা প্রজেক্ট বাস্তবায়নের পাশাপাশি সড়ক ও পরিবহণে শৃঙ্খলা ফিরিয়ে আনা অন্যতম কাজ বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আগামী জুনেই গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ফোর লেন সড়কের কাজ শেষ হবে। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোর লেন সড়কের কাজ শেষ হওয়ার পর রংপুর থেকে একদিকে বুড়িমারি অন্যদিকে পঞ্চগড় পর্যন্ত ফোর লেন সড়কের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
এছাড়া, পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চলমান কাজগুলো শেষ করার পাশাপাশি চলতি বছরেই ঢাকা-সিলেট এবং চট্টগ্রাম-কক্সবাজার ফোর লেন সড়কের কাজ শুরু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।