ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রবিবার ৬২ বলে দুরন্ত ১০০ রান করে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ফের স্টিভ স্মিথ। তিনি জানিয়েছেন, রবিবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার কথা। সিডনিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দিন সকালে তাঁর মাথা ঘোরার সমস্যা শুরু হয়।
তাঁর কথায়, ‘‘অনেকটা সময় তখন শরীর ভাল লাগছিল না। খেলতে পারব কি না সে ব্যাপারে নিশ্চিত ছিলাম না।’’ ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের বিরুদ্ধে পর পর দুই ম্যাচে সেরার সম্মান পাওয়া স্মিথ বলেছেন, ‘‘খুব মাথা ঘুরছিল। এক সময় মনে হচ্ছিল খেলতেই পারব না।’’ পরিস্থিতি বেগতিক হতে পারে দেখে অস্ট্রেলীয় ক্রিকেট দলের চিকিৎসক লে গোল্ডিংকে ডাকা হয়। তিনিই সুস্থ করে তোলেন স্মিথকে।
অস্ট্রেলীয় তারকা বলেছেন, ‘‘দলের চিকিৎসকই সুস্থ করে তোলেন আমাকে। যার ফলে ভারতের বিরুদ্ধে আর একটি ভাল ইনিংস খেলে দলকে সাহায্য করতে পেরেছি।’’
রবিবারেই সিরিজ ২-০ জিতে যাওয়ায় বুধবার ভারতের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নামছে অস্ট্রেলিয়া। তারপরে শুক্রবার থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ।