প্রথমবার একসঙ্গে টেলিভিশনের পর্দায় হাজির হতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী ও দেব। গত বছর সেপ্টেম্বর মাসে ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’ রিয়্যালিটি শো’য়ের মহাগুরু হিসেবে ছোটপর্দায় ফেরেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার এই শো’য়ের দ্বিতীয় সিজনে তার সঙ্গে বিচারক হিসেবে যোগ দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব।
‘ডান্স ডান্স জুনিয়র সিজন টু’র বিচারক দেব আর ‘মহাগুরু’র আসনে থাকবেন মিঠুন চক্রবর্তী। আরেক বিচারক মনামী ঘোষ। গত রবিবার তাদের তিনজনকে নিয়ে অনুষ্ঠানের প্রোমো শুট হয়েছে বলেও জানা যায়।
শো’য়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেন, মিঠুন দা ও দেবকে প্রথমবার একসঙ্গে ছোট পর্দায় আনতে পারাটা চ্যালেঞ্জ ছিল। তারাও খুব উত্তেজিত। নতুন কনসেপ্ট তো থাকছেই।
‘ডান্স ডান্স জুনিয়র’র প্রথম সিজনের বিচারকের আসনে ছিলেন শ্রাবন্তী-সোহম। তবে শ্রাবন্তী আপাতত একই চ্যানেলের আরেক শো ‘সুপারস্টার পরিবার’ নিয়ে ব্যস্ত। অন্যদিকে সোহম জি বাংলা চ্যানেলের মীরাক্কেলের বিচারক হিসেবে কাজ করছেন। তাই নতুন বিচারকের খোঁজ চলছিল অনুষ্ঠানটির জন্য। অবশেষে অভিনেতা ও সংসদ সদস্য দেবকে সে আসনে বসানো হলো।