স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে ১১, ১২ ও ১৩ তম গ্রেডে উন্নীতকরণ এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে ময়মনসিংহে ৪র্থ দিনের মতো কর্মবিরতি পালন করছে বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশন জেলা শাখা।
সোমবার সকালে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের সামনে কর্মসুচী পালনকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা ও বিভাগীয় সভাপতি মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, দাবী বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা, যুগ্ম আহবায়ক নাজমা বেগমসহ জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত দেশব্যাপী তাদের আন্দোলন চলবে।