নেত্রকোণার দূর্গাপুরে বালুবাহী ড্রাম ট্রাক ও ব্যাটারি চালিত অটোর সংঘর্ষে নিলনা খাতুন (৫০) নামে ১ নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং নিহতের স্বামী চান মিয়া (৫৫) গুরুতর আহত অবস্থায় হাপসাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ময়মনসিংহ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিলনা খাতুন দূর্গাপুর উপাজেলার বিরিশিরি ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা যায়, নিলনা খাতুন তার স্বামী চান মিয়ার সাথে পাশ্ববর্তী কৃঞ্চের চর বাজারে পাসপোর্ট সাইজের ছবি তুলতে গিয়েছিলেন। ছবি তুলে ব্যাটারি চালিত অটোতে করে বাড়িতে ফিরছিলেন। পথের মধ্যে দুর্গাপুর হতে একটি ড্রাম ট্রাক বালি বোঝায় করে ময়মনসিংহে দিকে যাচ্ছিল।
এ সময় দূর্গাপুর উপজেলার ময়মনসিংহ-বিরিশিরি আঞ্চলিক মহসড়কের নিহতের বাড়ির কাছে নওপাড়া নামক স্থানে ড্রাম ট্রাকের সাথে ব্যাটিারি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে নিলনা খাতুন ঘটনা স্থলে মারা যান এবং তার স্বামী চান মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং স্থানীয়রা ড্রাম ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।
এ ব্যপারে দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম এ ঘটনার সত্যতা করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।