ময়মনসিংহে করোনায়া মারা গেলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মুজিবুর রহমান খান (হীরা)। রোববার রাত ১০টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ময়মনসিংহ জেলায় তিনি দ্বিতীয় চিকিৎসক, যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
বিশ্বস্ত সূত্রে জানাযায়, গত ১৫ দিন আগে তার স্ত্রীর দেহে কোভিড-১৯ শনাক্ত হয়। পরে পরিবারের অন্যান্য সদস্যদের ন্যায় ডাঃ মুজিবুর রহমান খান হীরার স্যাম্পল টেস্টের পর কোভিড-১৯ ধরা পড়ে। এর পর থেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত এক সপ্তাহ আগে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। উল্লেখ্য, তিনি করোনার পাশাপাশি ডেঙ্গু জ্বরেও আক্রান্ত ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ১০ম ব্যাচের ছাত্র ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।