ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকা থেকে অন-লাইন জুয়া চক্রের তিনজন সদস্যকে ১২ লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো.মাহফুজ, সজিব মিয়া এবং মাহবুবু করিম বাবু। সকলেই জামতলা মোড় এলাকার বাসিন্দা।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি অনলাইন জুয়া খেলায় প্রলুব্দ করে এলাকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অনেক পরিবার নি:স্ব হয়েছে। এমন অভিযোগে গোয়েন্দা পুলিশ সেখানে নজরদারী বাড়িয়ে ছিল।
সন্ধ্যায় তাদের অফিসে অভিযান পরিচালনা করে ১২ লাখ ১১ হাজার টাকা, ১০টি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র জব্দ করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও কথা জানান শাহ কামাল আকন্দ।
স্থানীয় রেজাউল করিম ও আব্দুল হক বলেন, তাদের দুই ছেলে এ নেশায় ৭ থেকে ৮ লাখ টাকার মতো নষ্ট করেছে। হয়েছে পড়া শোনার ক্ষতি। এ কারনে সংসারে অশান্তি লেগেই থাকতো। আজ থেকে মনে হয় এলাকায় শান্তি ফিরে আসবে।