বরিশালের গৌরনদীতে গ্যাসের চুলায় চামচ গরম করে এক শিশুর নাভির নিচে ছ্যাকা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত মামী শাহানাজ বেগমকে পুলিশ গ্রেফতার করেছে।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ৪ বছর ৯ মাস বয়সের ওই মেয়ে শিশুটির বাবা-মায়ের অনেক আগে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এ কারণে শিশুটি তার মামী শাহনাজ বেগমের কাছে একই উপজেলার বাদমাতলী এলাকায় থাকে। গত ২১ নভেম্বর ওই শিশুটি শাহানাজের শিশুদের নিয়ে পাশের বাড়ির শিশুদের সাথে খেলাধুলা করে। এতে ক্ষুব্ধ হয়ে শাহানাজ ওইদিন বিকেল ৫টার দিকে তার নিজের শিশুদের ভয় দেখাতে ওই শিশুটিকে ধরে নিয়ে গ্যাসের চুলায় মেটালের চামচ গরম করে তার নাভির নিচে ছ্যাকা দেয়।
প্রতিবেশীদের কাছ থেকে এ খবর পেয়ে পুলিশ গতকাল বুধবার (২৫ নভেম্বর) ওই শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির বাবা শফিকুল ইসলামের দায়ের করা মামলায় শিশুটির মামী শাহনাজ বেগমকে পুলিশ গ্রেফতার করে। শাহানাজকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করাসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি আফজাল হোসেন।